• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৪

গোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
oplus_0

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক স্কুল পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরে আয়োজিত বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে দিনের প্রথম ম্যাচে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত খেলা গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়াই। দিনের অপর ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ খেলায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ল এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানী, জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, টুর্নামেন্টের সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর