ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী কল্যান সংস্থা ইনার হুইল ক্লাব ভিজিট ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সেবামূলক সংস্থা নারী কল্যান সংগঠনটি বিশ্বের ১৩৬টি দেশে রয়েছে। গত ২০২২সালে সংগঠনটির কার্যক্রক শুরু হয় রাজবাড়ীতে এই ক্লাব ভিজিট করেন বাংলাদেশ ইনার হুইল ক্লাবের চেয়ারম্যান শাহীনা রফিক।
শনিবার বিকালে রাজবাড়ী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আন্তর্জাতি সেবামূলক সংস্থা ইনার হুইল ক্লাবের জেলা ক্লাব ভিজিটের সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় রাজবাড়ী জেলা চেয়ারম্যান রাইশা ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনার হুইল ক্লাবের চেয়ারম্যান শাহীনা রফিক ও সেক্রেটারী রোকসানা।
এ সময় জেলা চেয়ারম্যান এর অফিস ক্লাব ভিজিট উপলক্ষে এই সংগঠনের সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন অতি গুরুত্বপূর্ণ। রাজবাড়ী সহ সারাদেশে এই সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নারীদের সামাজিক আর্থিক ও তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ আয়োজনের লক্ষ বলা জানান বক্তারা।
এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে সম্মাননা দেয়া হয়। সেমিনার শেষে কেঁক কেটে ক্লাব ভিজিটের কার্যক্রম শেষ করা হয়। এ সময় এক অসহায়কে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।