মইন মৃধা, রাজবাড়ীঃ ঢাকা-খুলনা মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। এর আগে দুর্ঘটনা এড়াতে ও মহাসড়কের শান্তি শৃঙ্খলা ফেরাতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ষ্পিডগান দিয়ে গাড়ির গতি নির্ণয় করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আহলাদীপুর হাইওয়ে থানার এসআই এম আল মামুদ পুলিশ ফোর্স নিয়ে মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম বলেন, থ্রি হুইলার, অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচলের কারণে ঘন ঘন সড়ক দুর্ঘটনা এবং প্রাণ ও অঙ্গহানির ঘটনা ঘটছে। অল্প ও মাঝারি দুরত্বে যাতায়াত ও পণ্য পরিবহনে চাহিদা থাকায় মহাসড়কে এসব যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় মহাসড়কে নিরাপত্তার ভয়াবহ ঝুঁকিও বেড়ে যাচ্ছে। হাইওয়ে মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করছি। মঙ্গলবার দিনব্যাপী মহাসড়কের দৌলতদিয়া, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, খানখানাপুর, গোয়ালন্দ মোড়সহ বিভিন্ন এলাকা থেকে ৪টি থ্রি হুইলার জব্দ করা ও যানবাহনের অতিরিক্ত গতি থাকায় ৬টি মামলা দেওয়া হয়।
তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে থ্রি হুইলার, ব্যাটারী চালিত অটোরিকশা, বাটাহাম্বাসহ অবৈধ কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবেনা। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। আমরা কঠোর নজরদারির মাধ্যমে আইন আমান্যকারী যানবাহনগুলোকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহাসড়কের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রতিদিন ষ্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করে সেগুলোর আটক করে মামলা দিচ্ছি। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন পুলিশের এ কর্মকর্তা।