Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

গোয়ালন্দ ঘাটে রেলপথ মন্ত্রীকে সম্মাননা; বন্ধ হওয়া ট্রেন চালু করা হবে

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা রাজবাড়ীতে প্রথম ফেরার সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপিকে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। তিনি সড়ক পথে ঢাকা থেকে সকালে রওয়ানা করে বৃহস্পতিবার দুপুর ১.২০ মিনিটের দিকে ফেরিতে দৌলতদিয়া ঘাটে পৌছেন। এসময় ফেরি ঘাট সড়কে নির্মিত মঞ্চে তাঁকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন।

গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি সালমা চৌধুরী রুমা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা। উপস্থিত ছিলেন, রেলমন্ত্রীর সহধর্মীনি মিসেস সাঈদা হাকিম, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু প্রমূখ।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় গোয়ালন্দ দিয়ে অসংখ্য এমপি, মন্ত্রী যাতায়াত করেছেন। প্রতি বছর নদী ভাঙনে গৃহহারা হাজারো পরিবারের বোবা কান্না কেউ শুনেনি। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন নদী শাসনের দাবী জানিয়ে আসলেও আজো আলোর মুখ দেখেনি।

গত বছর নভেম্বরে গোয়ালন্দঘাট থেকে ‘নকশিকাঁথা’ ট্রেন সরিয়ে নেয়া হয়। ট্রেনটিতে খুলনা থেকে গোয়ালন্দঘাট পর্যন্ত শত শত যাত্রী চলাচল করতো। ২০২০ সালের ৩০ অক্টোবর পূর্ব ঘোষনা ছাড়া রাজশাহী থেকে আসা ‘মধুমতি এক্সপ্রেস’ বন্ধ করে খুলনা থেকে ফরিদপুর ভাঙায় স্থানান্তর করা হয়। খুলনা থেকে গোয়ালন্দ ঘাটে আসা ‘তিতুমীর এক্সপ্রেস’ নামক আন্তঃনগর ট্রেনটি ১৯৯৬ সালে প্রত্যাহার করে নেওয়া হয়। ইঞ্জিন ও বগি সংকটের কথা বলে পার্বতীপুর থেকে গোয়ালন্দঘাট রুটের ‘শিলিগুড়ি’ নামক লোকাল ট্রেন ২০১২ সালে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে শাটল (লোকাল) ট্রেন চলাচল করছে। প্রতিদিন সকালে রাজবাড়ী থেকে গোয়ালন্দঘাট ষ্টেশনে এসে সকাল ৭টার দিকে পোড়াদাহর উদ্দেশ্যে ছেড়ে যায়।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, নদী ভাঙনে প্রতি বছর বহু পরিবার গৃহহারা হয়ে বেকার হয়ে পড়ছে হাজারো মানুষ। কাজ না থাকায় দিন দিন এসব পরিবার অসহায় হয়ে পড়ছে। গোয়ালন্দঘাট রেললাইনে প্রতিদিন পাঁচটি ট্রেন চলতো। চারটি সরিয়ে নেওয়ায় বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ভাঙনে তাঁর নিজের বাড়ি, উপজেলা চেয়ারম্যানের বাড়িসহ বহু বাড়ি নদীতে বিলীন হয়েছে। এখান দিয়ে বহু এমপি, মন্ত্রী যাতায়াত করেছেন, আশ্বাসের বানী শুনিয়েছেন। আমরা আর আশ্বাসের বানী শুনতে চাইনা। নদী শাসনের পাশাপাশি বন্ধ হওয়া সকল ট্রেন চালুর দাবী জানাই।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, নদী শাসন, বন্ধ ট্রেন চালুর পাশাপাশি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি পাচুরিয়া এবং খানখানাপুর ষ্টেশনে বিরতির দাবী জানাচ্ছি। এই দুটি ষ্টেশনে বিরতি দিলে এ অঞ্চলের মানুষ সহজে ঢাকা-বেনাপোল যাতায়াত করতে পারবে।

দায়িত্ব পাওয়ার পর নিজ জেলায় প্রথম প্রবেশকালে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে রাজবাড়ীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিল্লুল হাকিম। দৌলতদিয়ায় এমন সংবর্ধনার আয়োজন করায় আ.লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, গোয়ালন্দঘাট ষ্টেশন পুরাতান এবং ঐতিহ্যবাহী। আমি মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ মহকুমার দায়িত্বরত কমান্ডার ছিলাম। এখানে বন্ধ হওয়া ট্রেন দ্রুত চালুর ব্যবস্থা করা হবে। অন্তত তিনটি ট্রেন ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। রাজবাড়ীতে ট্রেনের কোচ মেরামত কারখানা শীঘ্র চালুর কথা জানান।

নদী শাসনের বিষয়ে মন্ত্রী বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু চালুর জন্য সংসদে অনেক বক্তব্য রেখেছি। দ্বিতীয় পদ্মাসেতু চালু হলে আলাদা করে নদী শাসনের প্রয়োজন পড়বেনা, নদী শাসনের কাজ হয়ে যাবে। নদী শাসন অথবা দ্বিতীয় পদ্মাসেতু চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজবাড়ীর কালুখালীতে আগুনে জামায়াতের কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে

রাজবাড়ীতে সিপিবির সম্মেলন, সামাদ মিয়া সভাপতি, ধীরেন্দ্রনাথ দাস সম্পাদক নির্বাচিত

রাজবাড়ীতে নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত