ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গত চার পাঁচদিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে প্রচন্ড শীত আর ঠান্ডায় শীত নিবারনে গরম কাপরের দোকানে ভিড় করছে মানুষ। তবে বেশির ভাগ স্বল্প ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো বেশি ভিড় করছে পুরাতন গরম কাপরের দোকানগুলোতে।
বাজারের ১ নং রেল গেট এলাকায় ২০টিরও বেশি পুরাতন কাপরের দোকান রয়েছে। গত কয়েক দিনের চাইতে এসব দোকানগুলোতে বর্তমানে ঠান্ডায় ক্রেতাদের ভিড়, বেড়েছে বিক্রিও। শীত নিবারনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন শ্রেনীপেশার মানুষ দোকানে কম দামে বিভিন্ন ধরনের গরম পোষাক কিনছেন। এ দোকান গুলোতে দেশী বিদেশী বিভিন্ন ধরনের গরম পোষাক পাওয়া যায়। জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, টাউজার, প্যান্ট, মেয়েদের নানা ধরনের ও রংয়ের পোষাক সহ গরম কাপর গুলো বেশি বিক্রি হচ্ছে।
এদিকে শীতের তান্ডবে কর্মজীবি মানুষেরা পরেছেন চরম দুর্ভোগে। ঠান্ডায় কর্মজীবি এসব মানুষ গুলো অলস সময় পার করছেন। ঠান্ডায় এসব সাধারন হত দরিদ্র মানুষের কর্ম না থাকায় অলস সময় পারতে হচ্ছে।আয় না থাকায় সমস্যায় কাটছে তাদের পরিবার নিয়ে।
গরম কাপড় কিনতে আসা সোহাগ হোসেন বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা ও বাতাসে শীত বেশি পরছে। তাই এই পুরাতন কাপরের দোকানে গরম কাপড় কিনতে এসেছি। এখানে পোশাকের দাম একটু কম, তাই সবসময় এ বাজার থেকেই বেশি কেনা হয়। তার মত আরো ক্রেতারাও বাজারে অল্প দামে পোষাক কিনতে ভীড় করছেন দোকানগুলোতে।
কর্মজীবি রিক্সা চালক জাহাঙ্গীর হোসেন বলেন, ৫-৬দিন ধরে অতিরিক্ত ঠান্ডায় রিক্সা নিয়ে রাস্তায় বের হতে পারছেন না। আয় রোজগার কমে যাওয়ায় সংসার চালানো নিয়ে সমস্যায় কাটছে তার দিন।
বিক্রেতা রহমান বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা বেশির কারনে আমাদের এ পুরাতন দেশী বিদেশী গরম পোষাকের দোকানে ক্রেতাদের ভিড় বেশি দেখা যাচ্ছে, বিক্রিও বেশি হচ্ছে।