নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ফেনসিডিল সহ আনোয়ারা বেগম অরফে আনু (৪৬) নামে এক চিহ্নিত নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে গ্রেপ্তারকৃত আনোয়ার বেগম ওরফে আনুর ঘরের শয়নকক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা আনোয়ার বেগম ওরফে আনু উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখ এর মেয়ে এবং স্থানীয় মুন্নু মুন্সীর স্ত্রী।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার অঅজ রোববার দুপুরে জানান, এ ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে তাকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আনু একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে পূর্বে আরো ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।