ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চর শ্যামনগর থেকে রাম নগর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করেছেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। শুক্রবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি’র) বাস্তবায়নে মেসার্স গনেশ মিত্র ঠিকাদারী প্রতিষ্ঠান ১ কোটি ৪৪ লক্ষ টাকা নির্মান ব্যায়ে রাস্তাটি সম্পন্ন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, গনেশ মিত্র ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার গনেশ মিত্র, সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সুলতাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেহেদী সহিদুজ্জামান রুমি, সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান চুন্নু, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম ব্যাপারী, সাধারন সম্পাদক মো. পান্নু মিয়া প্রমূখ।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি গুরুত্নপূর্ণ একটি রাস্তা,অনেক বছর ধরে রাস্তাটি অবহেলিত পরে আছে। বৃষ্টির সময় এ রাস্তা দিয়ে চলাচলে খুব কষ্ট হয়। যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। তারপরও এই রাস্তাটি আজ উদ্বোধন হয়েছে এতে এখানকার সাধারন জনগন অনেক খুশি বলে জানান।
পরে তিনি শুক্রবার বিকেলেই সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সেখানে তিনি বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কথা জানান।