নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেবজিত কুমার দাস সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সচেতনতা বাড়ানোর প্রক্রিয়াকে আরও জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেছে সরকার। বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচির সফলতার ক্রমধারায় প্রাণঘাতী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রমের আওতায় গোয়ালন্দ উপজেলার ১০-১৪বছর পর্যন্ত ৬ হাজার ৭৭৩ জন কিশোরীকে এ টিকা দেওয়া হবে।