Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

এক দফা দাবিতে গোয়ালন্দ পৌর বিএনপির যৌথ কর্মীসভায় ক্ষোভ

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ কর্মিসভা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বিএনপির যৌথ কর্মীসভা শুক্রবার বেলা ১১ দিকে এ সভা শুরু হয়। এ সময় দলের কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড লিয়াকত আলী বাবু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. তোফাজ্জেল হোসেন মিয়া, রেজাউল করিম পিন্টু।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু প্রমুখ। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, মো. রুবেল শেখ, পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে এই যৌথ সভায় বিএনপির অপর অংশ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ তার গ্রুপের কোন অনুসারী উপস্থিত ছিলেন না।

সভায় বক্তব্যে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডঃ মো. আসলাম মিয়া সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নিয়ে সকল চক্রান্ত নশ্যাৎ করা হবে। গত ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয়য় ঘোষীত শোভাযাত্রায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে কতিপয় বিএনপির কিছু নেতার (আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম) যোগসাজশে নেক্কারজনক এ হামলা হয়। এ ঘটনায় জেলা বিএনপির অনেক নেতাকর্মী আহত হন।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে এ হামলার জন্য দায়ী তিনি বলেন, আমরা এ সরকারের বিরুদ্ধে কেন্দ্রঘোষিত সকল কার্যক্রম সফল করার জন্য যা যা করার দরকার আমরা তা করবো। অথচ গত সাড়ে বছরে যাকে কোনদিন মাঠে দেখলাম না। নেতা-কর্মীদের কোন খোঁজ নিতে দেখলাম না। এখন নির্বাচন সামনে আসায় তিনি (আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম) নমিনেশন নিতে খুব তৎপর হয়েছেন। কিছু লোক দিয়ে তিনি দলের মধ্যে অরাজকতা তৈরীর চেস্টা করছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবে বাণিজ্যের মাধ্যমে নমিনেশন নেয়া বন্ধ করে দিব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এ্যাড লিয়াকত আলী বাবু বলেন, আজকের এই কর্মী সভার মধ্যদিয়ে আমরা আমাদের নিজেদের কে আরো শক্তিশালী করে তুলবো, আমরা নিয়মিত এইরকম সুশৃঙ্খল কর্মীসভার আয়োজনের মাধ্যমে সরকার পতনের জন্য আমাদের এক দফা আন্দোলন সফল করবো।

তিনি আরো বলেন, এই এক দফা আন্দোলন সফল করতে হলে আমাদের জেলার সকল বিএনপির নেতা কর্মীদের এক যোগে কাজ করতে হবে। সকল চক্রান্ত প্রতিহত করে আমাদের দেশ ও দশের জন্য কাজ করতে হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল; হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

রাজবাড়ী সরকারি কলেজে প্রভাষককে কলার ধরে মারধরের অভিযোগ সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা; একই মঞ্চে দুই নেতার প্রার্থীতা ঘোষণা

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘন্টা বন্ধের পর ফেরি চালু, মাঝ নদীতে আটকা দুটি ফেরি