নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতাল সহ সরকারী হাসপাতাল গুলোতে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন।
রাজবাড়ীতে সদর হাসপাতালসহ উপজেলার অন্যান্য সরকারী হাসপাতাল গুলোতে মোট ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
সদর হাসপাতাল ও পাংশা হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি।সদর হাসপাতালে ২৭ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২৭ জন সহ কালুখালী, বালুয়াকান্দি ও গোয়ালন্দ হাসপাতাল গুলোতে মিলে মোট ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে সেবা গ্রহন করছে।
জেলায় এ পর্যন্ত ৯৫২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত থেকে ভালো হয়ে বাড়ি ফিরেছে ৮৭১৷ জেলা সদর হাসপাতালে ২৭ জন সহ ৫টি উপজেলা হাসপাতাল মিলে ৮১ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।