নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মো. জয়নাল আবেদীন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. জয়নাল আবেদীন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শিবপুরের মৃত গাদু শেখের ছেলে ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ জুন) রাত ১১ টার দিকে উক্ত আসামীর নিজ বাড়ী থেকে একটি কালো রঙের TVS METROO 100 সিসি মোটর সাইকেল যার পিছনে নম্বর প্লেট নাম্বার ঝিনাইদাহ হ-১১-৯২১১, ইঞ্জিন নং – CF519126924 (হাতে খোদাই করা লেখা) এবং চেসিস নং MD625MF5391E46061 (কিছু অক্ষর অস্পষ্ট) উদ্ধার করেন।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, এ সংক্রান্তে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা রুজু করা হয়েছে।