নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার এলাকা থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা (ডিবি)পুলিশ । এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাত পৌন ১০টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার এলাকা থেকে জুয়ারিদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো, মোঃ জিল্লুর শেখ (৪০), মোঃ সেলিম শেখ (৪৫), মোঃ জাহিদ শেখ (৩৮), মোঃ সবদুল শেখ ওরফে ফরহাদ (২৪), আব্দুর রহিম (৪৭), মোঃ শরিফ শেখ (২৮), মোঃ মাজেদ শেখ (৩০), মোঃ লিটন সরদার(২৭), বিপ্লব মোল্লা ওরফে বিপুল মোল্লা (২২), মোঃ ইউনূছ শেখ (৫৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার শিবপুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা রুজু করা হয়। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।