নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নৃত্য ও গান পরিবেশন করা হয়।পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়।
রোববার বিকালে আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সদস্য শাহানা বেগম, আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠঠান পরিচালনা গান পরিবেশন করেন আপন শিল্পগোষ্ঠি।