নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের সাড়ে তিনশত শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আালীর ব্যাক্তিগত উদ্যোগে এ কম্বল বিতরন করেন।
সোমবার বিকালে জেলা সদরের বরাট ইউনিয়নের আয়োজনে উড়াকান্দা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়নের তিনশ পঞ্চাশ জন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় কাজী কেরামত আলী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন সেখ প্রমূখ।