নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের সাড়ে তিনশত শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আালীর ব্যাক্তিগত উদ্যোগে এ কম্বল বিতরন করেন।
সোমবার বিকালে জেলা সদরের বরাট ইউনিয়নের আয়োজনে উড়াকান্দা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়নের তিনশ পঞ্চাশ জন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় কাজী কেরামত আলী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন সেখ প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।