• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৩

রাজবাড়ীতে পাঁচদিন ব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন হয়েছে। বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও সাংস্কৃতিক জোটের সহযোগীতায় শহরের আজাদী ময়দানে পাঁচ দিন ব্যাপি এ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বাধন হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসিম কুমার পাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।

এ উৎসবের অংশ হিসেবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রকলায় চারটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিদের পরিবেশিত গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর