মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার বাজার এলাকার উচ্চমূল্য ফসল হাইব্রিড টমেটো বিজলী–১১ এর মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ইউনাইটেড সীড কোম্পানি লিমিটেড এর আয়োজনে বেথুরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোঃ নজরুল ইসলাম কারী‘র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুধীর চন্দ্র পাল, উপজেলার কৃষি অফিসের উপ–সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জুলফিকুর রহমান মিয়া, আদদ্বিন আহমেদ, উপজেলার ইউনাইটেড সীড কোম্পানীর ডিলার মো. হুমায়ন আহমেদ, রিটেইলার শাহজাহান ব্যাপারী, রিটেইলার জিয়া, আড়তদার মোঃ জিয়াউর রহমানসহ অত্র ও পাশ্ববর্তী এলাকার কৃষক–কৃষানী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড সীড কোম্পানি প্রতিনিধি বিকাশ চন্দ্র।
মাঠ দিবসে বক্তারা বলেন, বিজলী–১১ জাতের টমেটো চাষ করে খরচের তুলনায় চারগুন লাভবান হওয়া যায়। ইতিমধ্যে এ এলাকার বেশ কয়েকজন কৃষক এ টমেটো চাষে অধিক লাভবান হয়েছে। তাই সকল কৃষককে এ টমেটো চাষের আহ্বান জানান তারা।