মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার বাজার এলাকার উচ্চমূল্য ফসল হাইব্রিড টমেটো বিজলী-১১ এর মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ইউনাইটেড সীড কোম্পানি লিমিটেড এর আয়োজনে বেথুরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোঃ নজরুল ইসলাম কারী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুধীর চন্দ্র পাল, উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জুলফিকুর রহমান মিয়া, আদদ্বিন আহমেদ, উপজেলার ইউনাইটেড সীড কোম্পানীর ডিলার মো. হুমায়ন আহমেদ, রিটেইলার শাহজাহান ব্যাপারী, রিটেইলার জিয়া, আড়তদার মোঃ জিয়াউর রহমানসহ অত্র ও পাশ্ববর্তী এলাকার কৃষক-কৃষানী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড সীড কোম্পানি প্রতিনিধি বিকাশ চন্দ্র।
মাঠ দিবসে বক্তারা বলেন, বিজলী-১১ জাতের টমেটো চাষ করে খরচের তুলনায় চারগুন লাভবান হওয়া যায়। ইতিমধ্যে এ এলাকার বেশ কয়েকজন কৃষক এ টমেটো চাষে অধিক লাভবান হয়েছে। তাই সকল কৃষককে এ টমেটো চাষের আহ্বান জানান তারা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।