মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে হামেদ মৃধার হাটে ঐশী এন্টার প্রাইজ এর আয়োজনে ২দিন ব্যাপী মার্সেল শোরুমের কিস্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মার্সেলের কিস্তি মেলার উদ্বোধন করেন দৌলতদিয়া ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলেপ মৃধা, ঐশী এন্টার প্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন প্রিন্স ও মো. রাহেল মাহমুদ সহ প্রমুখ।
উদ্বোধনকালে ঐশী এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন প্রিন্স বলেন, মার্সেল বাজারে এখন একটি জনপ্রিয় ইলেকট্রিক ব্র্যান্ড। দেশের চাহিদা পূরণ করে এখন বিদেশেও রপ্তানী হচ্ছে। গুণগত মান ও সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের মন জয় করে নিয়েছে মার্সেল। স্বল্পমূল্যে পণ্য কিনতে ক্রেতাদের ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেতারাও সুফল পাচ্ছে। গোয়ালন্দ উপজেলার মানুষের ইলেকট্রনিক চাহিদা পূরণে গতানুগতিক ভূমিকা রাখবে মার্সেল।