Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ীর ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা প্রচারনায় ব্যাস্ত

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ৬:০১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ তৃতীয় ধাপে আগামী ২৮নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের জোর প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিয়নের ভোটারদের বাড়ি বাড়ি, হাট বাজার সহ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন।

জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মাজবাড়ি, মৃগী ও সাওরাইল ইউনিয়নের প্রার্থীরা ব্যাস্ত সময় পার করছেন। মাজবাড়ী ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী কাজী শরিফুল ইসলাম বর্তমান চেয়ারম্যান ভোটারদের বাড়ি বাড়ি গীয়ে ভোট চাইছেন। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজারের কিছু বেশি, চেয়ারম্যান প্রার্থী রয়েছেন মোট ৪ জন।

একই উপজেলার মৃগী ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬ জন। ভোটার সংখ্যা ১৯ হাজারের কিছু বেশি। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শহিদুজ্জামান সাগর মোল্লা, আ.লীগের সাবেকসহ সভাপতি, তিনি চশমা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন অংশ নিয়েছেন। ভোটারদের বাড়ি বাড়ি, বিভিন্ন বাজার সহ সাধারন মানুষের কাছে ভোট চাচ্ছেন। তবে গত বছর তিনি নৌকা প্রতিক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও এবছর তাকে নৌকা প্রতিক না দেয়ায় তিনি জনগনের চাওয়ার কারনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

সাবেক চেয়ারম্যান মোঃ বদরউদ্দিন সরদার তিনি নৌকা প্রতিক চেয়েছিলেন। নৌকা প্রতিক না পেয়ে তিনিও মোটর সাইকেল প্রতিক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন। তিনি আশা করছেন জনগন তার পাশে রয়েছেন তিনি ২৮ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটের ব্যাধানে বিজয়ী হবেন। অত্র ইউনিয়নের নৌকা প্রতিকের যুবক প্রার্থী এম এ মতিন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তিনিও মনে করেন সাধারন মানুষ তাকে ভোট দেবে। ইউনিয়নের উন্নয়নে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। এ ইউনিয়নে স্বতন্ত্র চেয়রম্যান প্রার্থী হিসেবে স্বামী স্ত্রীসহ আরো ১ জন সহ মোট ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন।

সাওরাইল ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। বর্তমান ও দুই বারের চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতিক নিয়ে শহিদুল ইসলাম আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মনে করেন এ নির্বাচনে তিনিও বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন। ইউনিয়নের যে উন্নয়ন করেছেন এতেই সাধারন মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে। এ ইউনিয়নের আরো এক প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়র ঠান্ডু, তিনি সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।তিনিও এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন।তার প্রতিক মোটর সাইকেল। তিনি চান এখনও পর্যন্ত ভোটের মাঠ ভালো রয়েছে। প্রশাসনও বিশেষ ভুমিকা পালন করছেন।

আগামী ২৮ নভেম্বর ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী, আরো কঠোর ভূমিকা পালন করবে। যাতে সাধারন ভোটাররা ভোট কেন্দ্রে এসে কোন ধরনের ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে। এ ইউনিয়নে আহম্মদ আলী নামে আরো একজন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করছেন। এ ইউনিয়নে মোট ভোটর ২২ হাজারের বেশি।

কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মদাপুর, কালিকাপুর, বোয়ালিয়া ও রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদস্য ও সংরক্ষিত সদস্যরা ভোটের মাঠে দিন রাত দাপিয়ে বেরাচ্ছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বালিয়াকান্দিও ৭টি ইউনিয়নেও একই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বালিয়াকান্দি ও কালুখালীর ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,৯৬,৫৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১৩৮৬এবং মহিলা ভোটার ১৪৫১৯৬ জন। মোট চেয়ারম্যান প্রার্থী ৫৩ জন। সাধারন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৬২৪ জন। এ দুটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৩০টি ভোট কেন্দ্র ও ৮১২ টি বুথ রয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সেদিক থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা নজর রাখছেন প্রতিনিয়ত। অবাধে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে এ নিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

আমরা ভালো কাজ করতে চাই- গোয়ালন্দে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু

বালিয়াকান্দিতে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় দুটি ট্রলারসহ গ্রেপ্তার ৬

গোয়ালন্দে নবাব সলিমুল্লাহ্’র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পাঠচক্র অনুষ্ঠিত

৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি- বালিয়াকান্দিতে ব্যারিস্টার মানিক

ফরিদপুরে প্রতিবন্ধিদের মাঝে ফারিয়ান ইউসুফের শীত বস্ত্র বিতরন

পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাজবাড়ী সদর কোলারহাটে বিএনপি’র কর্মী সমাবেশ

সংষ্কারের আগে কোন নির্বাচন নয় – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফিরিয়ে দেয়া হলো মালিকের হাতে

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড