Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ

কালুখালীতে আ.লীগ ও বিদ্রোহী ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ী মেইল ডেস্কঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের মাঝবাড়ীর চরকুলটিয়ায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) কাজী শরীফুল ইসলাম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইফসুফ হোসেন। ইউসুফ সদ্য বহিষ্কৃত ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে মাঝবাড়ীর চরকুলটিয়ায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকেরা প্রচারণা চালাচ্ছিলেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরীফুল ইসলামের ভাই কাজী সাইফুল ইসলাম অভিযোগ করেন, শরীফুল ইসলাম গতবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। কিন্তু শুরু থেকেই নৌকার সমর্থক-কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। গতকাল রাতে অতর্কিত তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন বথুনদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন খান বলেন, ‘আমার এক আত্মীয়কে মারধর করার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় ইউসুফ মেম্বারের ছেলে সোহেলের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। নৌকা প্রতীকের সমর্থন করার কারণে আমার ওপর এই হামলার ঘটনা ঘটেছে।’

অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী ইউসুফ হোসেন। তিনি বলেন, ‘আমার কর্মীরা ওই এলাকায় ভোট চাইতে যায়। এ সময় তাঁদের ওপর হামলা করা হয়। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা আমার কয়েকজন কর্মীকে ঘেরাও করে রাখে। এ সময় তারা বেরিয়ে আসার সময় প্রতিপক্ষের কয়েকজন আহত হয়েছে।’ হামলায় তাঁর তিন কর্মী আহত হয়েছেন দাবি করে ইউসুফ হোসেন বলেন, তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করবেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, রাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষই আজ শুক্রবার দুপুর পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল; হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

রাজবাড়ী সরকারি কলেজে প্রভাষককে কলার ধরে মারধরের অভিযোগ সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা; একই মঞ্চে দুই নেতার প্রার্থীতা ঘোষণা

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘন্টা বন্ধের পর ফেরি চালু, মাঝ নদীতে আটকা দুটি ফেরি