ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিংয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহ ৫ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের আসগর আলী খানের ছেলে মো. ইমদাদুল হক (২৭), দৌলতদিয়া বদন মৃধার পাড়ার মো. বারেক সরদারের ছেলে মো. খলিল সরদার (২৫), একই গ্রামের মৃত বদন আলী মৃধার ছেলে মো. সাহেদ মৃধা (৩৫), গোয়ালন্দ পৌরসভার ইবাদুল্লাহ মিস্ত্রি পাড়ার মো. লালচান শেখের ছেলে মো. রেজাউল শেখ (২৫) ও দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার মো. বারেক মোল্লার ছেলে মো. শহিদ মোল্লা।
থানা পুলিশ জানায়, গত বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় কর্তব্যরত ছিলেন থানার উপপরিদর্শক (এস.আই) মাছরুল আলম। এসময় তিনি জানতে পারেন একদল জুয়াড়ু দৌলতদিয়া ঘাট বাজার রেলষ্টেশন এলাকায় অবস্থিত পাবনা মনজু বোডিং এর ৭ নম্বর কক্ষে টাকা দিয়ে জুয়া খেলছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আবাসিক বোর্ডিংয়ের ওই কক্ষ থেকে নগদ টাকা ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, তাদেরকে ১৮৬৭ সালের জুয়া আইনে ৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।