Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

দৌলতদিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালো ছাত্রলীগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুলাই ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাক্ষুসি পদ্মার তান্ডবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুহুর্তের মধ্যে নদীতে তলিয়ে যায় অন্তত ৮টি পরিবারের বসতভিটা। এছাড়া ভাঙন আতঙ্কে দুই দিনে অন্যত্র সরে যেতে বাধ্য হন আরো প্রায় ৮০টি পরিবার। এমন পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।

জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় পদ্মা নদীর ঘূর্নিপাকে মুহুর্তের মধ্যে ৮টি পরিবারের বসতভিটা, ঘর-বাড়ি সব নদীতে তলিয়ে যায়। কেউ ঘর থেকে তেমন কোন জিনিসপত্র বের করতে পারেননি। এসময় অনেকে অসহায় হয়ে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ভাঙনে আতঙ্কগ্রস্থ পরিবারগুলো তাদের ঘর-বাড়ি সরাতে মরিয়া হয়ে উঠে। পদ্মার এমন রাক্ষুসী তান্ডবে খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা, উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনেকে পরামর্শ দিচ্ছেন। কেউবা উপর মহলে করনিয় নিয়ে যোগাযোগ করছেন। এমন পরিস্থিতি দেখতে গিয়ে আর বসে থাকনেনি গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা ৮-৯ জন ছাত্রলীগের নেতাকর্মী আর বসে না থেকে ঘর-বাড়ি সরাতে হাত লাগিয়ে দেন। ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর সরাতে তারা সহযোগিতা করেন।

গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহা বলেন, ভাঙনের খবর পেয়ে আমরা প্রথমে কয়েকজন দেখতে গিয়েছিলাম। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে দেখে আমরাই ঠিক থাকতে পারিনি। আমাদের করার মতো তেমন কিছু না থাকলেও শরীরের শক্তি দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর-বাড়ি তো সরাতে পারবো। তাই জরুরী ভিত্তিতে আরো কিছু নেতাকর্মীকে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে আসতে বলি। পরে আমরা সকলেই তাদের সাহায্যে নেমে পড়ি। এসময় অন্যান্যের মধ্যে সহসভাপতি ইয়াসিন শেখ, শামীমমুল আলম শাওন, মিনহাজুল ইসলাম, রাশেদুল ইসলাম অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, রাব্বি শেখ, সাংগঠনিক সম্পাদক রবিন মাহামুদ রাজ, তম্ময় শীল, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক কাব্য রাহা, সাবিক বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের এমন উদ্যোগে খুশি হয়ে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার বলেন, অনেকে আমাদের দেখতে এসেছেন। কেউ ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন। নিজে থেকে যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তা করেননা। কিন্তু ছাত্রলীগের কিছু তরুন ছেলে যেভাবে আমাদের পাশে এসে দাড়িয়েছিল তাতে আমরা খুবই খুশি। যতটুকো তারা কাজ করেছে তাতেও আমাদের অনেক উপকার হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল; হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

রাজবাড়ী সরকারি কলেজে প্রভাষককে কলার ধরে মারধরের অভিযোগ সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা; একই মঞ্চে দুই নেতার প্রার্থীতা ঘোষণা

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘন্টা বন্ধের পর ফেরি চালু, মাঝ নদীতে আটকা দুটি ফেরি

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব, পদ্মার তীরে বিক্রির ধুম

দলিললকৃত জমিতে দোকানঘর তুলতে বাঁধা ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সাংবাদিক সম্মেলন

আহত জুলাই যোদ্ধা রিকশাচালক শওকতের আকুতি, ‘স্ত্রীর জন্য একটি পা চাই’