ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাক্ষুসি পদ্মার তান্ডবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুহুর্তের মধ্যে নদীতে তলিয়ে যায় অন্তত ৮টি পরিবারের বসতভিটা। এছাড়া ভাঙন আতঙ্কে দুই দিনে অন্যত্র সরে যেতে বাধ্য হন আরো প্রায় ৮০টি পরিবার। এমন পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।
জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় পদ্মা নদীর ঘূর্নিপাকে মুহুর্তের মধ্যে ৮টি পরিবারের বসতভিটা, ঘর-বাড়ি সব নদীতে তলিয়ে যায়। কেউ ঘর থেকে তেমন কোন জিনিসপত্র বের করতে পারেননি। এসময় অনেকে অসহায় হয়ে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ভাঙনে আতঙ্কগ্রস্থ পরিবারগুলো তাদের ঘর-বাড়ি সরাতে মরিয়া হয়ে উঠে। পদ্মার এমন রাক্ষুসী তান্ডবে খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা, উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনেকে পরামর্শ দিচ্ছেন। কেউবা উপর মহলে করনিয় নিয়ে যোগাযোগ করছেন। এমন পরিস্থিতি দেখতে গিয়ে আর বসে থাকনেনি গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা ৮-৯ জন ছাত্রলীগের নেতাকর্মী আর বসে না থেকে ঘর-বাড়ি সরাতে হাত লাগিয়ে দেন। ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর সরাতে তারা সহযোগিতা করেন।
গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহা বলেন, ভাঙনের খবর পেয়ে আমরা প্রথমে কয়েকজন দেখতে গিয়েছিলাম। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে দেখে আমরাই ঠিক থাকতে পারিনি। আমাদের করার মতো তেমন কিছু না থাকলেও শরীরের শক্তি দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর-বাড়ি তো সরাতে পারবো। তাই জরুরী ভিত্তিতে আরো কিছু নেতাকর্মীকে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে আসতে বলি। পরে আমরা সকলেই তাদের সাহায্যে নেমে পড়ি। এসময় অন্যান্যের মধ্যে সহসভাপতি ইয়াসিন শেখ, শামীমমুল আলম শাওন, মিনহাজুল ইসলাম, রাশেদুল ইসলাম অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, রাব্বি শেখ, সাংগঠনিক সম্পাদক রবিন মাহামুদ রাজ, তম্ময় শীল, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক কাব্য রাহা, সাবিক বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের এমন উদ্যোগে খুশি হয়ে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার বলেন, অনেকে আমাদের দেখতে এসেছেন। কেউ ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন। নিজে থেকে যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তা করেননা। কিন্তু ছাত্রলীগের কিছু তরুন ছেলে যেভাবে আমাদের পাশে এসে দাড়িয়েছিল তাতে আমরা খুবই খুশি। যতটুকো তারা কাজ করেছে তাতেও আমাদের অনেক উপকার হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।