ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ লকডাউনে মানুষকে ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সবজি বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী বাজারের তরকারি আড়ৎপট্টিতে গিয়ে দেখা যায়, বিশ থেকে পচিশ জন মানুষ তরকারি আড়তে বসে আলু, পটল, বেগুন, মরিচ, ঝিঙ্গা, কাঁচা কলাসহ বিভিন্ন সবজি প্যাকেট করছে। প্রতিটা প্যাকেটের ওজন ছয় কেজি। প্রায় তিন শতাধিক সবজির প্যাকেট প্রস্তুত শেষে পৌর মেয়রের ব্যবহৃত গাড়ী এবং অটোরিকশায় তুলে তা নিয়ে যাওয়া হয় শহরের ১নং ওয়ার্ড বিন্দু পাড়া, ধুনচী ও ২৮ কলোনী এলাকায়। সে সব এলাকার হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব সবজির প্যাকেট তুলে দেওয়া হয়।
পৌর মেয়র আলমগীর শেখ তিতু জানান, রাজবাড়ী পৌরসভায় অনেক দরিদ্র পরিবারের বসবাস। ইতিপূর্বে সরকারি ভাবে দরিদ্র পরিবারের মাঝে চাউল প্রদান করা হয়েছে। যে কারণে তার ব্যাক্তিগত অর্থায়নে হতদরিদ্রদের মাঝে সবজি বিতরণ করছে। তার এই কায্যক্রম অব্যহত থাকবে।