• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২১
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২১

টক অব দ্য পাংশাঃ উপজেলা চেয়ারম্যান ওদুদ মন্ডলের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা

অনলাইন ডেস্ক

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার বিষয়টি এখন টক অব দ্য পাংশা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বহিষ্কার আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের মামলায় রায়ের প্রেক্ষিতে কার্যক্ষমতা ফিরে পাওয়ায় তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

পাংশা পৌরসভাসহ পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী কালুখালী উপজেলার বিভিন্ন এলাকার শুভাকাঙ্খী এবং দলীয় ও সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেলের বিশাল বহরের শোভাযাত্রার মাধ্যমে গত শনিবার (৫ জুন) দুপুরে পাংশায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে অভ্যর্থনা জানায়। ওইদিন সকালে তিনি ঢাকা থেকে রাজবাড়ী শহরে পৌঁছেন। দুপুরে মোটরসাইকেলের বিশাল বহরের শোভাযাত্রার মাধ্যমে তাকে রাজবাড়ী থেকে পাংশা শহরে অভ্যর্থনা জানানো হয়।

জানা যায়, পাংশা টেম্পুস্ট্যান্ডে অভ্যর্থনা সমাবেশে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাজবাড়ী জাহানারা বেগম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও পাংশা উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক ইদ্রিস আলী মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাংশা উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ তার প্রতি ভালোবাসায় সকলকে কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানান।

এদিকে, জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার সার্বিক তত্বাবধান করেন পাংশা উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী মন্ডল। শান্তিপূর্ণ পরিবেশে বিশাল মোটর শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল পর্যায়ের নেতা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিশাল শোডাউনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে অভ্যর্থনার ঘটনায় রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি মহল সরব হয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর