Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীর বাজারগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ মে ২০২১, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ বেশ কিছুদিন কাপড় বাজার বন্ধ থাকার পর ব্যাবসায়ীদের দাবির পেক্ষিতে লকডাউন শিথিল করে ২৫ এপ্রিল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে বিক্রির নির্দেশনা দিয়েছে সরকার। এ নির্দেশনা মেনে দোকান খোলা রাখা হলেও প্রতিটি দোকানে ক্রেতাদের গাদাগাদি করে ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

ঢিলেঢালা লকডাউনে স্বাস্থ্যবিধি ছিল সম্পূর্ণ উপেক্ষিত। ঈদে নিজেকে একটু ভিন্ন সাজে সাজিয়ে তুলতে রকমারি পোষাকের খোঁজে ক্রেতারা দোকানে দোকানে ঘুরছেন। গত একমাসে সাড়ে ৪ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বাজার ব্যাবসায়ী কতৃপক্ষ বলছেন, ঈদ ঘনিয়ে আসার কারনে মানুষের চাপ বেড়েছে বাজারে। স্বাস্থ্যবিধি ঠিক রেখে পোষাক বিক্রির চেষ্টা করছেন তারা।

কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন যত ঘনিয়ে আসছে বাজারে ভিড় ততই বাড়ছে। ক্রেতারা এক মার্কেট থেকে অন্য মার্কেটে পছন্দের প্রয়োজনীয় পোষক কিনতে ভিড় করছে। কিনছেন নিজের ও পরিবারের জন্য নানান ধরনের পোষাক। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন দেখছেন পছন্দের পোষাক কিনতে। তবে এবছর সব ধরনের পোষাকের দাম কিছুটা বেশি। অনেকে বলছেন, নাগালের মধ্যে রয়েছে। অনেকের মুখে দেখা যায়নি সুরক্ষা মাস্ক। ছোট শিশুদের নিয়ে পোষাক কিনতে এসেছেন বেশিরভাগ অভিভাবকেরা। এতে শিশুসহ সবার করোনা সংক্রমনের মৃত্যু ঝুকি ও আক্রান্ত দুটোই বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোন লক্ষন দেখা যায়নি। রাজবাড়ীর বাজারগুলোতে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভির করে কেনাকাটায় ব্যস্ত। প্রসাধনির দোকনেও ক্রেতাদের ভির লক্ষ করা গেছে।বিক্রিও হচ্ছে ভালো।

ক্রেতারা বলেন, ঈদের কেনাকাটা করতে বাজারে নিজের এবং বাড়ির সদস্যদের পছন্দের পোষাকটি দেখছেন, কিনছেন। এবার পোষাকের দাম কিছুটা বেশি, কেউ বলছেন দাম সাধ্যের মধ্যে রয়েছে। বাজারে অনেক ভিড় রয়েছে, অনেকে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করছেন। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলে মনে করেন অনেক ক্রেতা বিক্রেতা।

বিক্রেতারা বলেন, আর কয়েকদিন পরে ঈদ তাই কাপড় বাজারে মানুষের চাপও বেশি। বর্তমানে বিক্রি বেড়েছে। অনেক ক্রেতাই তারা বাজারে আসছেন ঘুরে ঘুরে দেখছেন কিনছেন পছন্দ মত। এবার পোষাকের বাজার দর একটুৃ বেশি বলেন ব্যবসায়ীরা। অনেকে বলছেন ঠিক রয়েছে বাজার দর।

রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতি সহ সভাপতি হাজী মো. ফজলুর রহমান বলেন, ঈদে কেনা কাটা করতে ক্রেতাদের একটু বেশি ভিড় রয়েছে। তাদের বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতাদের কেনা কাটায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বিক্রির চেষ্টা করছেন।

সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন বলেন, দোকানে কেনাকাটা করতে অবশ্যই মাস্ক পরিধার করতে হবে এবং ভিড় এড়িয়ে কেনাকাটা করা উচিত। বাড়িতে গিয়ে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়ার জরুরী। আর শিশুদের নিয়ে বাজারে কেনাকাট করতে আসা ঠিক নয়। এখন এরাই সবচেয়ে বেশি ঝুকিতে রয়েছে, রয়েছে মৃত্যু ঝুকি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

বালিয়াকান্দিতে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে ফরিদপুর ভাঙ্গা থেকে গ্রেপ্তার

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা