Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. কৃষি ও অর্থনীতি
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অদম্য ইচ্ছাশক্তি দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধতাকে পিছনে ফেলে রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ আব্দুল গফুর মল্লিক (৭৮) ঘুরে ঘুরে বাদাম-নাড়– বিক্রি করেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় কিশোর বয়সে বাবা তাকে ভিক্ষা করতে বলেছিলেন। বাবার কথায় কষ্ট পেয়ে জেদ ধরে ৬০ বছরের বেশি ধরে এভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন আব্দুল গফুর।

অন্যের কাছে হাত না পেতে সংগ্রাম করা আব্দুল গফুরের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে আব্দুল গফুরের বাড়িতে আসেন ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভি ও প্রতিনিধি দল। আব্দুল গফুর এবং তাঁর স্ত্রীর নুরজাহান বেগমের হাতে তুলে দেন নগদ অর্থ। আব্দুল গফুরের কোন সন্তান নেই। স্ত্রী, বড় ভাই কেরামত মল্লিকের ছেলে আব্দুল বাতেন, বাতেনের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া আব্দুল গফুর ঠিকমতো হাটতে পারেননা। কথা বলতে গেলে জড়োতা চলে আসে। তবুও তিনি অন্যের কাছে হাত পাতেননা। প্রতিদিন সকালে টিনের ঝুঁড়িতে নাড়–, কিছু বাদাম আর পাপর নিয়ে বেরিয়ে পড়েন। হেঁটে গ্রাম ঘুরেন, কখনো হাটবাজারে ছুটে বেড়ান। এলাকাবাসী সৎ এবং মহৎ মনের মানুষ হিসেবে তাঁকে চিনেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল গফুরের বাড়ি আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি আব্দুল গফুর এবং স্ত্রী নুরজাহান বেগমের হাতে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা তুলে দেন। আরো সহযোগিতা করবেন বলেও জানান।

এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, উপদেষ্টা মোস্তফা-ই-জামান, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল প্রমূখ উপস্থিত ছিলেন।

আব্দুল গফুর মল্লিক বলেন, “ভিক্ষা করলে মানুষ ভালো বলতো না, ঘৃণা করতো। কারো ওপর নির্ভর না হয়ে নিজে বাদাম, নাড়– আর পাপর ব্যবসা করে জীবন কাটিয়ে দিচ্ছি। আজ তারেক রহমানসহ বিএনপির যারা আমার পাশে দাঁড়িয়েছেন, দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করেন।”

আব্দুল গফুরের স্ত্রী নুরজাহান বেগম বলেন, “আমার স্বামী কখনো ভিক্ষা করে না, কারো কাছে হাত পেতে চলে না। আমি তার কাজে সাহায্য করে থাকি। নারিকেলের নাড়– বানিয়ে দেই, বাদাম ভেজে প্যাকেট করে দেই। এগুলো নিয়ে গ্রাম ঘুরে বিক্রি করেন। এ থেকে যে আয় হয় তা দিয়ে সংসার চলে।”

গফুর মাল্লিকের ভাতিজা বাতেন মল্লিক বলেন, ‘প্রায় ২২ বছর আগে বাবা মারা যাওয়ায় গফুর চাচার কাছেই বড় হয়েছি। তাঁদের সন্তান না থাকায় আমাকে লালন-পালন করেন। চাচা জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী। সে কখনো কারো কাছে হাতে পাতেনি। জীবিকার জন্য নাড়–, বাদাম বিক্রি করেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংগ্রাম চালিয়ে গেছেন। জন্মান্ধ আব্দুল গফুরের মতো মানুষ ছিল অবহেলিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিকতার প্রতিচ্ছবি হিসেবে প্রত্যন্ত অঞ্চলের গফুরের পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানসহ আমরা বিএনপি পরিবার এ ধরনের মানিবক কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ

প্রয়াত আব্দুল আজিজ সরদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পাংশায় টিকিট কেটে নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

রাজবাড়ীতে ভয়াবহ এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, গুরুতর আহত মেকানিক

রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ দুটোই হবে

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই