ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মোল্লা (৩৮) নামের যুবলীগ নেতা, ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইব্রাহিম মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। এছাড়া তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী ছিলেন তিনি। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ান পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি।
এর আগে রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও তাঁর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ ১৭০ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত আরো ৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে ইব্রাহীম মোল্লাকে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মাহমুদুর রহমান আরও বলেন, আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত ইব্রাহিম মোল্লাকে জেলা কারাগারে প্রেরণ করেন।