ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর উপজেলা ও কালুখালী পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১০ জেলেকে জাল সহ আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষন টাস্কফোর্স টিম। এসময় তাদের কাছ থেকে পাওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষন আইনে দন্ডবিধি ১৮৬০ এর (১৬৮) ও (১৮৮) ধারায় ১০ জেলের ৯ জনকে ৫, ৭ ও ৯ দিন করে কারাদন্ড ও ১ জনকে কারেন্ট জাল পরিবহনের দায়ে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া ১৩ কেজি ইলিশ মাছ এতিম খানা ও মাদ্রাসায় বন্টন করা হয়। এছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলির ধরার অপরাধে তাদের এ কারাদন্ড প্রদান করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, আনসার ব্যাটালিয়নের সদস্য সহ অন্যারা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।