ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার নবনির্মিত রাজবাড়ী শহর রক্ষা বাঁধের নিচে তীর প্রতিরক্ষা বাঁধে পানি বৃদ্ধি ও তীব্র স্রোত প্রায় ১২০ ফুট এলাকার দুটি অংশে সিসি ব্লকে বাঁধানো ব্লক ধ্বসে নদীগর্ভে বিলিন হয়েছে। ভাঙ্গনে শহর রক্ষা বাঁধ মাত্র ১০ ফুটের কাছে চলে এসেছে ভাঙ্গন। এতে পুরোপুরি হুমকির মুখে পরেছে শহর রক্ষা বাঁধ, শহর ও আশপাশের কয়েকশ পরিবার। এখন এলাকাবাসি ভাঙ্গন আতঙ্কে বসবাস করছেন প্রতিনিয়ত।
তীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশে সিসি ব্লকের মাঝে কয়েক স্থানে ফাঁকা হয়ে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। ভাঙ্গন স্থানে ফেলা হচ্ছে বালুভর্তি জিওব্যাগের বস্তা ও সিসি ব্লক। তারপর নতুন এ বাঁধের বিভিন্ন অংশে ফাঁকা হয়ে যাওয়ায় সিসি ব্লক ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব স্থানে আগে থেকেই ব্যবস্থা গ্রহন করা না হলে বড় ধরনের হুমকিতে পড়বে শহর রক্ষা বাধ সহ জেলা শহর ও এলাকাবাসি।
এলাকাবাসিরা বলেন, নদীতে নতুন এ বাঁধের দুটি অংশে নদীগর্ভে বিলিন হওয়ায় তারা আতঙ্কে বসবাস করছেন। এ ভাঙ্গন এখন শহর রক্ষা বাঁধের মাত্র ১০ ফুটের কাছে চলে এসেছে। অন্যান্য স্থানেও সিসি ব্লকের মাঝে ব্লক ফাঁকা হয়ে গেছে। এতে ভাঙ্গন হুমকিতে পরেছেন এলাকাবাসি ও শহর রক্ষা বাঁধ।
এ প্রসঙ্গে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, তিন দিন আগে গোদার বাজার এলাকার দুটি স্থানে নদী ভাঙ্গনে প্রায় ৩০ মিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ঠেকাতে সেখানে সিসিব্লক ও বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে। ভাঙ্গনের স্থানে আপাতত আর কোন সমস্যা হওয়ার আশঙ্কা নেই।