মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ স্বল্প ব্যয়ে নির্ভুল চিকিৎসার প্রত্যয়ে রাজবাড়ীর গোয়ালন্দে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’। রবিবার (১৩ জুলাই) বিকালে পৌর শহরের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নবনির্মিত তাপসি ভবনে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. ওয়াজেদ জামিল এর সভাপতিত্বে উদ্বোধনী ও দোয়ার অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রবীন আওয়ামী লীগ নেতা ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিরুল ইসলাম দুলু, মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের কো-চেয়ারম্যান অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ব্যাংকার আলাউদ্দিন মোল্লা, ভবন মালিক গোবিন্দ চন্দ্র মণ্ডল, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পরিচালক শাখাওয়াত আহমেদ, গোবিন্দ কুমার প্রমুখ।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ ওয়াজেদ জামিল বলেন, গোয়ালন্দে চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। একই সাথে স্বল্প ব্যয়ে। তাছাড়া ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবাসহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এ সময় বক্তারা বলেন, গোয়ালন্দে আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে। আপনারাও শুরু করছেন। আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কমনা করছি। তবে বলে রাখতে চাই, টাকা উপর্জনই শেষ কথা নয়। মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিতে পারলেই সেই আস্থা অর্জন করা সম্ভব।