হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে চারটি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মূলঘর, খানখানাপুর, পাঁচুরিয়া এবং বরাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নিয়ে শুক্রবার বিকেলে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এ সভা। প্রতিনিধি সভায় বিএনপি নেতৃবৃন্দ রাজবাড়ীতে ওয়াকার্স বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবর রহমান সেক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জলিল শেখ, সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম গনি, মোহাম্মদ আক্কাস মোল্লা, মোহাম্মদ রাজু মোল্লা, আহসান হাবীব শাহীন, কে এম তরিকুল ইসলাম তরু, আনোয়ার হোসেন সরদার, মনিরুজ্জামান মিঠু প্রমূখ। বিএনপির ৩১ দফা পাঠ করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী বিএনপির সাবেক সংসদ সদস্য নেওয়াজ মাহমুদ খৈয়মকে উদ্দেশ্য করে বলেন, “আমরা আর ওয়ার্কাস বিএনপি দেখতে চাইনা। যে নেতা বিগত ১৭টি বছর আমাদের দুর্দীনে পাশে ছিলেন, সেই নেতা অ্যাডভোকেট আসলাম মিয়াকে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই”।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান বলেন, “অতিথি পাখির মতো এসে যিনি হাজির হন এমন নেতা আমাদের দরকার নেই। ১৭টি বছর তাঁকে রাজপথে কোনদিন দেখা যায়নি। যখন বিএনপি পরিবার কারাগারে ছিলেন তখন তিনি (খৈয়ম) আমাদের ছেড়ে ঢাকায় অবস্থান নেন। এমন ওয়ার্কাস বিএনপির নেতাকে বিএনপি থেকে হটাতে হবে”।
প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া বলেন, “আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নমিনেশন লন্ডন বা গুলশান অফিস দেবে না। তৃণমূল বিএনপি যাকে চাইবেন তারেক রহমান তাঁকেই দিবেন। প্রতিটি জেলায় যাচাই বাছাই চলছে, খোঁজ নিচ্ছেন। আমাদের যুদ্ধ হবে ওয়ার্কাস বিএনপিকে বিদায় করার যুদ্ধ। বেঈমানদের বিদায় করার যুদ্ধ। এই যুদ্ধে হেরে গেলে আগামী ৩০ বছর তাঁর (খৈয়ম) গোলামী করতে হবে। এমন রাজনৈতিক ব্যবসায়ী মুক্ত বিএনপি দেখতে চাই”।
তিনি বলেন, “চন্দনী এলাকার এক কালো নেতা হুমকি দিয়ে বলেছেন, চন্দনী, মিজানপুর ও খানগঞ্জে গেলে আমার নাকী পিঠের চামড়া থাকবে না। আগামীতে আপনাদের সেবা করার সুযোগ দেয় তাহলে সবার আগে অসহায় নেতাকর্মীদের ক্ষুধামুক্ত করার চেষ্টা করা হবে। বিগত ফ্যাসিষ্ট সরকারের মতো পার্লামেন্ট বিতর্ক মুক্ত করতে চান। ২০২৬ সালের ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের প্রত্যাশা করে সকলের দোয়া কামনা করেন”।