Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা, হাজারো ভক্তের অংশগ্রহণে বের হয় তাজিয়া মিছিল

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ জুলাই ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ কারবালার শোকাবহ ঘটনা স্মরণ করে রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ী জেলা শহর ও গোয়ালন্দে একাধিক তাজিয়া মিছিল বের হয়। তাজিয়া মিছিলে পার্শ্ববর্তী মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া থেকে ভক্ত, মুরিদানরা শরীক হন। পুরুষের পাশাপাশি কয়েক হাজার নারী-শিশু এতে শরীক হন।

আশুরা উপলক্ষে আঞ্জুমান-ই-কাদরিয়া রাজবাড়ীর দৌলতদিয়া খানকাপাক শরীফ থেকে রোববার সকাল ১০টা ১১মিনিটে বিশাল তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে প্রায় দুই কিলোমিটার দূরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ঘুরে পুনরায় খানকাপাক শরীফে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। মিছিলে ২০ হাজারের বেশি মানুষ অংশ গ্রহণ করেন। আয়োজকদের মতে আরো বেশি।

মিছিল শেষে দৌলতদিয়া খানকাপাক শরীফ মসজিদে কারবালায় শাহাদৎবরণকারী হযরত ইমাম হোসাইন (রা) এবং পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আঞ্জুমান-ই-কাদেরিয়া পরিচালিত রাজবাড়ী শহরের বড় মসজিদ থেকে এবং গোয়ালন্দ ইমামবাড়া শরীফ থেকেও পৃথক শোক মিছিল বের হয়।

oplus_0

মিছিলে উপস্থিত ছিলেন আঞ্জুমান-ই-কাদেরিয়া দৌলতদিয়া খানকাপাক শরীফের সভাপতি মোক্তার হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন ম-ল, গোয়ালন্দ ইমামবাড়া শরীফের সভাপতি মাহাফুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ও কোষাধ্যক্ষ সুমন হোসেন প্রমূখ।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে জেলা শহরের বড় মসজিদ প্রাঙ্গন থেকে শহরে একটি বিশাল শোক র‌্যালী (তাজিয়া মিছিল) বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। শোক র‌্যালীতে অন্তত ১০ হাজার ভক্ত অনুসারী অংশ গ্রহণ করেন।

অপরদিকে পবিত্র আশুরা উপলক্ষে সকালে আঞ্জুমান-ই-কাদেরিয়া অনুসারী গোয়ালন্দ ইমামবাড়া শরীফ থেকে প্রথম তাজিয়া মিছিল বের হয়। মিছিলে ১০ হাজারের মতো ভক্ত অনুসারী শরিক হন। এছাড়া দ্বিতীয় তাজিয়া মিছিল বের হয় দৌলতদিয়া খানকাপাক শরীফ থেকে। এখানে অন্তত ২০ হাজারের বেশি ভক্ত অনুসারীরা অংশ গ্রহণ করেন।

ইসলামের আদর্শ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিদ্র ইমাম হোসেন ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। ইমাম হোসেনের আত্মত্যাগের ঘটনা স্মরণ করতে ২০ বছরের বেশি ধরে আঞ্জুমান-ই-কাদরিয়া দৌলতদিয়া খানকা শরীফের পাশাপাশি গোয়ালন্দ ইমামবাড়া শরীফ পালন করছে। মানিকগঞ্জ গড়পাড়া অনুসারী হিসেবে কুমড়াকান্দি ও উজানচর ইমামবাড়ি থেকে বৃহৎ পরিসরে তাজিয়া মিছিল বের করাসহ নানা কর্মসূচি পালন করে। আশুরা উপলক্ষে বাড়তি নিরাপত্তা দিতে গোয়ালন্দ ঘাট থানার পাশাপাশি জেলার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ

রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ধরা পড়েছে বিশাল আকারের মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ীতে হারানো মোবাইল ৬৬ জনকে ফিরিয়ে দিল পুলিশ

গোয়ালন্দে মাটির ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রী, আহত ৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে পালালো খুনি

গোয়ালন্দে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ