নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়িয়া মদাপুর গ্রামের একটি ধানের চাতালে ছয় বছরের এক মেয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা এ ঘটনায় অভিযুক্ত ওই ধানের চাতালের শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে।
পুলিশের হাতে আটককৃত যুবকের নাম দিপক সরকার (২৬)। সে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে। স্থানীয় মদাপুর গ্রামের একটি ধানের চাতালে শ্রমিক হিসেবে কাজ করতো দিপক সরকার।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার (২২ মার্চ) বিকেলে বাড়ির কাছে ধানের চাতালে খেলা করছিল ৬ বছর বয়সী মেয়ে শিশুটি। এ সময় শিশুটিকে কাছে ডেকে নিয়ে আদরের নামে দিপক যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটি চিৎকার করলে দিপক তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির পরিবার সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাটি খুলে বলে। এ সময় স্থানীয় লোকজন শ্রমিক দিপককে আটক করে পিটুনি দিয়ে ধানের চাতল সংলগ্ন মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শনিবার বিকেলে এ ধরনের একটি খবর পায় পুলিশ। পরে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক অবস্থায় যুবককে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা শফিকুল ইসলাম মোল্লা বাদী হয়ে শনিবার রাতেই কালুখালী থানায় ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেন। দিপককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।