মইন মৃধা, রাজবাড়ীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাজবাড়ী পৌর শহরের রাবেয়া লাউঞ্চ এন্ড রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার, ফরিদপুর জোনের টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম, ফরিদপুর জোনের সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবন হোসাইন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ইফতারের আগে দেশের শান্তি কমনায় মোনাজাত করা হয়। এ সময় দেশের জনগণ যাতে ভালো ভাবে রোজা পালন করতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দেশের ব্যবসা-বাণিজ্য যাতে ভালো ভাবে চলে সেজন্যও দোয়া করা হয়।