মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ৪৫পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া এলাকার আক্কাস আলী মৃধার ছেলে । পুলিশ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট পূর্বপাড়া (যৌনপল্লি) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান একজন চিহিৃত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।