Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কুয়াশার কারণে কয়েকদিন বিরতির পর চারদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে দুই রুটে ফেরি বন্ধ হয়ে কয়েক ঘন্টা পর আজ সোমবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তে হচ্ছে চালকসহ যাত্রীদের।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, কুয়াশার কারণে প্রায় ১১ ঘন্টা বন্ধের পর গতকাল রোববার সকাল ৯টা ২০মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। একইভাবে প্রায় সাড়ে ৮ ঘন্টা বন্ধের পর আরিচা-কাজিরহাট রুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দিন শেষে রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় আবারও কুয়াশা পড়তে থাকে। রাত যতই গভীর হতে থাকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১২টা ১০মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি এবং পাটুরিয়া ঘাট এলাকায় ৭টি ফেরি নোঙর করে থাকে। প্রায় ৯ ঘন্টা পর আজ সোমবার সকাল ৯টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর কুয়াশার কারণে থেকে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অতিরিক্ত কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১২টা ১০মিনিট থেকে এই রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৯ ঘন্টা পর আজ সোমবার সকাল ৯টা থেকে ফেরি চালু করা হয়। এসময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে ছিল।

অপরদিকে কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট রুটেও রোববার দিবাগত মধ্যরাত থেকে ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হয়। দুর্ঘটনার ঝুঁকি দেখা দিলে রাত ১২টা ৩০মিনিট থেকে এই রুটে ফেরি বন্ধ করে দেয়া হয়। প্রায় সোয়া ৮ ঘন্টা পর আজ সোমবার সকাল ৮টা ৪০মিনিট থেকে এই নৌপথে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম বলেন, গুরুত্বপূর্ণ আরেক নৌপথ আরিচা-কাজিরহাট রুটেও টানা চারদিন ধরে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রোববার দিবাগত মধ্যরাত থেকে অতিমাত্রায় কুয়াশা পড়ায় রাত ১২টা ৩০মিনিট থেকে এই রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় সোয়া ৮ ঘন্টা পর সোমবার সকাল ৮টা ৪০মিনিট থেকে এই রুটে ফেরি চালু হয়।

তিনি বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এই অঞ্চলের আরেক নৌপথ রাজবাড়ীর ধাওয়াপাড়া এবং পাবনার নাজিরগঞ্জ রুটেও ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। তবে ফেরি সংখ্যা সীমিত থাকায় দুর্ভোগের মাত্রাটা কম।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ফরিদপুরে প্রতিবন্ধিদের মাঝে ফারিয়ান ইউসুফের শীত বস্ত্র বিতরন

পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাজবাড়ী সদর কোলারহাটে বিএনপি’র কর্মী সমাবেশ

সংষ্কারের আগে কোন নির্বাচন নয় – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফিরিয়ে দেয়া হলো মালিকের হাতে

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে কমিউনিষ্ট পার্টির গণতন্ত্র অভিযাত্রা

মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে সাইকেল রোড শো অনুষ্ঠিত

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

কালুখালীতে চাঁদা না পেয়ে কলেজ শিক্ষক, স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়িসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আহমেদ

গোয়ালন্দে ওসির মধ্যস্ততায় সাদপন্থী ও জুবায়ের পন্থি মুসুল্লিদের মধ্যে উত্তেজনার অবসান