Rajbarimail.com
ঢাকা, সোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও বিদায় সংবর্ধনা 

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের নবীন শিক্ষকদের বরণ এবং বিদায়ী ২৮ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরীন আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও মো. আসাদুজ্জামান খান। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উপজেলার সভাপতি কে এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্ডল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন রাসেল।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্বাস আলী মোল্লা, মুঞ্জু আরা কাদরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা। পরে বক্তব্য শেষে ২৮ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রেষ্ট ও সনদ তাদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় বিদায়ী শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, যেকোনো বিদায় বেদনার, কষ্টের। শিক্ষকরা এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করায় আমরা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের প্রতি কৃতজ্ঞ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার