Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ দাবী, তানভীরের মৃত্যুর জন্য চিকিৎসায় গাফলতির অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী, নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখের মৃত্যু চিকিৎসায় অবহেলা দায়ী বলছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। চিকিৎসকদের অবহেলা আর অতিমাত্রায় রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এছাড়াও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবী জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীসহ সহপাঠীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে অপসারণসহ নানা অনিয়ম বন্ধে হাসপাতাল চত্বর ও সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তত্বাবধায়কের কক্ষের সামনে টানানো আব্দুল হান্নানের নেমপ্লেট খুলে দরজা আটকে দেন।

নিহত তানভীর রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে। স্থানীয় ডা. আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৌরসভার ৩নম্বর ওয়ার্ড শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবী, নিহত তানভীর জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের বিনোদপুর নিজ বাসার অদূরে সর্বজনীন মন্দির ও স্থানীয় মুন্নাফের দোকান সংলগ্ন তিন রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ১০-১২ জন তরুণ আকষ্মিকভাবে বন্ধুদের অস্ত্র ঠেকিয়ে তানভীরের পেটে ও পিঠে উপর্যপুরি ছুড়িকাঘাত করতে থাকে। রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিয়ে যায়। তাকে রক্ত না দিয়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা না করে কোনভাবে ব্যান্ডেজ পেচিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

শিক্ষার্থী মিরাজুল মাজীদ বলেন, তানভীরের মৃত্যুকে রাজনৈতিকভাবে ট্যাগ লাগানো হচ্ছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিলেন। তানভীরকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। রক্ত দেয়া, সেলাই করাসহ আনুসাঙ্গিক চিকিৎসা না দিয়ে তাকে ফরিদপুর পাঠায়। রাজবাড়ী থেকে ফরিদপুর যেতে এক ঘন্টার মতো লাগে। দীর্ঘ সময়ে প্রচুর রক্তক্ষরণে তানভীর মারা যায়। অথচ রাজবাড়ীতে রক্ত দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো বেঁচে যেতো। এখানে চিকিৎসকদের অবহেলা সবচেয়ে বেশি দায়ী।

তানভীরের সহপাঠী বন্ধু তাহসীন বিন আতিয়ার বলেন, শুধু তানভীর নয় হাসপাতালে আগেও এমন অনেক ঘটেছে। দুর্ঘটনার রোগী আসলেই ফরিদপুর রেফার করে। হাসপাতালে রাতের বেলায় রোগী না দেখে নার্সরা পাশের কক্ষে ঘুমায়। রোগী আসলে তাদের সাথে খারাপ আচরণ করেন। প্রতিটি অনিয়মের সঙ্গে তত্বাবধায়ক জড়িত। আমরা তত্বাবধায়কের পদত্যাগ দাবী করছি।

আন্দোলনের শিক্ষার্থী সাইদুর জামান সাবিক বলেন, তানভীরের মৃত্যু মেনে নিতে পারছিনা। মৃত্যুর জন্য চিকিৎসকদের গাফলতি রয়েছে। এর আগে তত্বাবধায়কের সঙ্গে তিন দফা বসে হাসপাতালের নানা সমস্যা সমাধানের চেষ্টা করেছি, কোন কর্ণপাত করেননা। সকলের দাবী তাঁকে হাসপাতাল ছাড়তে হবে, এর কোন বিকল্প নেই।

অভিযোগ প্রসঙ্গে হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, তানভীরের চিকিৎসায় কারো কোন গাফলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিজের অপসারণের ব্যাপারে বলেন, কর্তৃপক্ষ আমাকে না চাইলে আমি অন্যত্র যেতে প্রস্তুত আছি।

সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, শিক্ষার্থীদের দাবীর বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান আপাতত ছুটিতে থাকবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাসপাতালের নানা অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করে কিছু সমাধান করা হয়েছে। চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুসহ তত্ত্বাবধায়কের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে উর্দ্বোতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের