• ঢাকা
  • শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৪

গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সমাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, শিক্ষক রফিকুল ইসলাম, শামীম শেখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।

আলোচনা সভায় শিক্ষকরা সকল বৈষম্য দূর করে বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের এক দফা দাবি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি করেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর