• ঢাকা
  • শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৪

গোয়ালন্দে প্রয়াত নাট্য ও যাত্রা অভিনেতা এরশাদ হোসেন সবুজ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

জীবন চক্রবর্তী, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দের বিশিষ্ট্য নাট্য ও যাত্রা অভিনেতা, গোয়ালন্দ সন্মিলিত নাট্যদলের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সবুজ স্মরণে শোক সভা পালিত হয়। গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পর্ষদের আয়োজনে পর্ষদের সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ।

গোয়ালন্দ পৌর শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাবের মঞ্চে আয়োজিত সভায় এরশাদ হোসেন সবুজের বর্ণাঢ্য জীবন পরিচিতি তুলে ধরেন অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। তিনি বলেন, এরশাদের হোসেন সবুজের অভিনীত মঞ্চ নাটকের মধ্যে পদ্মা পাড়ের নগেনের চরিত্র অভিনয় দেখে আমার চোখেও এখনো পানি আসে।

এছাড়া আলোর পথে, নাটের গুরু প্রভৃতি নাটকে তিনি দর্শককে যেভাবে হাসিয়েছেন; কাঁদিয়েছেনও সেই ভাবে। আশির দশকে তাঁর অভিনীত সিরাউ-উদ-দৌলা নাটকের সিরাজ চরিত্রে তিনি যে চমৎকার অভিনয় করেছিলেন আজও মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। তাঁর একমাত্র ছেলে রুবেল হোসেন বাবার স্মৃতি চারণ করতে গিয়ে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েন।

শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, গোয়ালন্দ সন্মিলিত নাট্যদলের সভাপতি ইসলাম মোল্লা প্রমূখ। স্মৃতিচারণে তাঁরা বলেন, প্রয়াত জালাল মাস্টার চলে গেলেন, এরশাদ হোসেন সবুজও চলে গেল। সন্মিলিত নাট্যদলের এরশাদ ভায়ের মত অভিনয় আর কেউ করতে পারবে না। আমাদের নাট্যদলের অন্যতম প্রধান চরিত্র অভিনয় করতেন। এখন আমরা কাকে নিয়ে পটল চরিত্রে বা নগেন চরিত্রে অভিনয় করাবো। নাট্যদল আজ বড় অসহায় হয়ে পড়লো।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন, নাট্যজন আইনুদ্দিন ফকির, রুস্তম মোল্লা, কাশেম মোল্লা, বাদল বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, জীবন চক্রবর্তী, দয়াল ঘোষ, সফিক মণ্ডল প্রমুখ ব্যক্তিবর্গ। শোকসভায় সকলেই স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেন করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর