Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

পাংশায় শিশু ধর্ষণের শিকার, এলাকাবাসী তরুণকে ধরে দিল পুলিশে

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জুন ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় ঈদের দিন বাইসাইকেলে ঘোরানোর কথা বলে পাট ক্ষেতে নিয়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ওই দিন সন্ধ্যায় এক তরুণকে এলাকা থেকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে দেয়। এ ঘটনায় শিশুটির পরিবার ওই দিন রাতেই অভিযুক্ত তরুণকে আসামী করে পাংশা থানায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। আটককৃত তরুণ আশিক মন্ডল (২০) উপজেলার কসবামাজাল ইউপির দীঘলহাট গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে। সে ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং পেশায় ভ্যান চালক।

পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, ঈদের দিন দুপুরে পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের দীঘলহাট পশ্চিম পাড়ার আবুল মন্ডলের বাড়িতে কোরবানীর গরুর মাংস চেরাই করতে দেখতে যায়। এ সময় অভিযুক্ত আশিক মন্ডলও ওই বাড়িতে ছিল। কিছুক্ষণ মাংস চেরাই দেখার পর বিকেল ৪টার দিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। কিছুক্ষণ ঘোরানোর পর নিরিবিলি স্থানে পাট ক্ষেতে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওই অবস্থায় শিশুটিকে কাঁধে করে নিয়ে বাড়ি পৌছে দেয়। এ সময় শিশুটির চাচি দেখে ফেললে কি হয়েছে জানতে চাইলে আশিক জানায় ঘুমিয়ে আছে। পরে অচেতন অবস্থয় ঘরের খাটে রেখে দ্রুত বাড়ি ত্যাগ করে। এ সময় শিশুটির চাচি ঘরে গিয়ে দেখেন শিশুটির উরু দিয়ে রক্ত ঝড়ছে। পরে মাথায় পানি ঢাললে জ্ঞান ফিরে আসার পর শিশুটি ঘটনার বিস্তারিত খুলে বললে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দিন সন্ধ্যার দিকে আশিককে আটক করে স্থানীয় কসবা মাজাইল পুলিশ ফাড়িকে খবর দেয়। পরে পুলিশ এসে আশিককে নিয়ে যায়।

এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় শিশুটিকে আজ বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। গ্রেপ্তারকৃত আসামী আশিক মন্ডলকে গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন