নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগীদের বৃহস্পতিবার বিকেলে মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সদর উপজেলার ৩০ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত সদর উপজেলা “উপজেলা টাস্কফোর্স কমিটি” এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব বাছুর ইলিশ মাছ শিকারী জেলেরা তিন বছর লালন পালন করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ও আয়ের উৎস্য তৈরী করার কথা বলেন।