Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পিটিয়ে জখম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ মে ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আনার প্রতিকের প্রার্থী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদের সমর্থক সৈয়দ আলী আজম ভোট চেয়ে বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল ১৬ মে বৃহস্পতিবার ) রাত সাড়ে ১০টার সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের জহুরের বাড়ির সামনে পিটিয়ে জখমে’র ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সৈয়দ আলী আজম দক্ষিণবাড়ি গ্রামের সৈয়দ মোখলেসুর রহমানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আলী আজম জানান, তিনি বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকে ভোট চেয়ে রামদিয়া ব্রিজ ঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণবাড়ি জহুরের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেল প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার সহযোগী মনিরসহ ৩ জন পেছন থেকে মোটরসাইকেলযোগে এসে আমার মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে। এতে আমার মাথার পেছনে ও ডান চোখের নিচে কেটে রক্তাক্ত জখম হয়। এসময় আমার চিৎকারে আশপাশের  লোকজন এগিয়ে এলে মোটর সাইকেল প্রার্থী এহসানুল হাকিম সাধনের পোষা মাস্তান বাহিনী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এর আগেও ‘আবুল কালাম আজাদের নির্বাচন করায় ছাত্রলীগের সভাপতি জীবন আমাকে হত্যার হুমকি দেয়। এরই অংশ হিসেবে আমাকে মেরে জখম করে।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ‘বিকেল  থেকে রাত ১০টা পর্যন্ত আলী আজম নির্বাচনী প্রচারণার সময় আমার সাথেই ছিল। প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী বাহিনী আলী আজমের ওপর অতর্কিত সন্ত্রাসী  হামলা চালায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট ও অস্থিতিশীল করতে গত আটদিন আগে তারা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি। হাসপাতালে রোগীর সাথে কথা বলেছি, তার অবস্থা জেনেছি। এই ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনী। আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার তা আমরা করবো। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বনির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং কেউ যেন এ নির্বাচনকে সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রভাবিত করতে না পারে সেদিক থেকে উেজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন। যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ও নির্বাচনকে বাঁধাগ্রস্থ্য না করতে পারে সেদিকে সজাগ রয়েছে প্রশাসন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন