Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. ভিন্ন স্বাদের খবর

গোয়ালন্দে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার প্রধান আকর্ষণ ছিল ১৫০ কেজি ওজনের দুটি ছাগল

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বরে বৃহস্পতিবার আয়োজিত দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী মেলার প্রধান আকর্ষণ ছিল বড় আকারের দুটি ছাগল। স্থানীয় এক তরুণ গরুর খামারের পাশাপাশি শখের বসে দুটি ছাগল পালন করছেন। যার একটির ওজন প্রায় ৮০ কেজি এবং আরেকটি ছিল ৭০ কেজির মতো। দাম উঠেছিল এক লাখ ২০ হাজার টাকার মতো।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রদর্শণী মেলায় অন্যান্য খামারীদের আনা উন্নত জাতের ছাগল, গরু, কবুতর, খরগোস সহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শীত হয়।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। উদ্ভোধন শেষে ইউএনও উপস্থিত সকল কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন খামারী মালিকদের সাথে করে প্রদর্শণী মেলা পরিদর্শন করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, সোনালী হ্যাচারীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিক মিয়া, উপজেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

মাঠে স্থাপিত ষ্টলে বিভিন্ন ব্যক্তির খামার পরিচিত ও প্রাণী প্রদর্শিত হয়। এরমধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় থেকে আসা মিজানুর রহমান নিয়ন দুটি শখের ছাগল নিয়ে আসেন। কালো রঙের বড় কান ওয়ালা লম্বা ছাগল দুটির গলায় কাগজের মালা পরিহিত ছিল। মেলায় মাঠে আসা সকলের নজর ছিল ওই ছাগল দুটির দিকে।

ছাগলের মালিক মোস্তাফিজুর রহমান নিয়ন বলেন, এইচএসসি পাশ করার পর পড়াশুনা করেনি। বাড়িতে গরুর খামারের পাশাপাশি দেশীয় ক্রোস জাতের একটি ছাগল পালেন। ওই ছাগল দুই বছর আগে দুটি বাচ্চা জন্ম দেয়। বর্তমানে ছাগল দুটির মধ্যে একটির ওজন প্রায় ৮০ কেজি এবং অপরটির ওজন প্রায় ৭০ কেজির মতো। স্থানীয় অনেকে কিনতে এক লাখ ২০ হাজার টাকার মতো দাম করেন। বিক্রি করার চিন্তা নাই বলে বিক্রি করেননি।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মেলায় বিভিন্ন স্থান থেকে অনেকে শখের পোষা পশু-প্রাণী এনেছেন। খামারীরা তাদের সর্বোচ্চ বড় প্রাণীটি আনার চেষ্টা করেছেন। ছাগল দুটি দেখতে অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান। অনেকে ক্রয় করার আগ্রহ দেখালেও বিক্রি করবেন না বলে কেউ কিনতে পারেননি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের