• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি বাংলা ভাষিক রাষ্ট্র পেয়েছি- সাবেক গভর্ণর ড. আতিউর রহমান

অনলাইন ডেস্ক
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5468; AI_Scene: (-1, -1); aec_lux: 251.10516; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি বাংলা ভাষিক রাষ্ট্র পেয়েছি। আমাদের আশা থাকবে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষার চর্চা আরো বাড়াবে। আমাদের শিক্ষা ব্যবস্থায়  শুধু বাংলা ভাষা নয় বাংলা সাহিত্য চর্চা হবে। এই সাজকে সচেতন রাখবার জন্য এই ধরনের বাংলা উৎসব আরো বেশি বেশি প্রয়োজন।

বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে তিন দিনের নবম বাংলা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থনিতীবিদ ড. আতিউর রহমান এসব কথা বলেন।

তিনি আরে বলেন, সমাজটা কেমন যেন বিভাজিত হয়ে যাচ্ছে। নানা কুসংস্কার বাসা বেধেছে। তিনি মনে করেন, প্রগতিশীল একটি সবুজ পৃথিবী গড়বার জন্য আমাদের চেষ্টা, আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু মিলে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়বো। তরুন প্রজন্মকে তার সাথে যুক্ত রাখবো সেই অঙ্গীকার করি আজকের এই বাংলা উৎসবে। এসময় তিনি রাজবাড়ীতে এর আগেও এ অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। রাজবাড়ীর কালচার, কৃষ্টি ও সংস্কৃতি অনেক শক্তিশালী বলেন তিনি। সবশেষে রাজবাড়ীকে তিনি তার ভালোলাগার একটি স্থান বলে জানান।

প্রধান অতিথির আগমন উপলক্ষে বরন নৃত্য ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় বাংলা উৎসব স্মরনিকা মোড়ক উন্মোচন করেন অতিথিরা। উৎসবে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে।

রাজবাড়ী একাডেমির আয়োজনে অনুষ্ঠানের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সাধারন সম্পাদক ডা. মো. ইকবাল হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রমূখ।

উৎসবটি ৯ম বারের মত পালিত হচ্ছে। আয়োজকরা জানান ধীরে ধীরে উৎসবটি সার্বজনীন একটি রুপ পাচ্ছে। বিশেষ করে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে অনন্য সুযোগ এনে দিয়েছে উৎসবটি। এবার প্রথমবারের মত বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা হবে। এ ছাড়া দেয়াল পত্রিকা, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাংকন প্রতিযোগীতা, তাৎক্ষণিক কুইজ, আবৃত্তি প্রতিযোগীতা ও বর্ণমিছিলের মাধ্যমে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত থাকবেন। থাকবে গুনিজন সংবর্ধনা, আবৃত্তি, নিত্য, পূর্থিপাঠ।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা, আবৃত্তিকার লেখক জয়ন্ত চট্রোপাধ্যায়। শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর