• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজঃ ৩৭ বছর পর নিজ ক্যাম্পাসে শহীদদের শ্রদ্ধা জানালো শিক্ষক-শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতিষ্ঠার ৩৭ বছর পর প্রথমবারের মতো সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের নিজস্ব ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনার বেদীতে শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছেন। ১৯৮৬ সালের ২১ অক্টোবর গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ নির্মিত হয়। ২০১৮ সালের ৮ আগষ্ট কলেজটি জাতীয় করণ হলেও কোন শহীদ মিনার ছিলনা। ২০২৩ সালে রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার নির্মিত হয়।

২০২৩ সালের ৮ আগষ্ট সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মো. আইয়ুব আলী সরদার। তাঁর নেতৃত্বে শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীসহ স্কাউট দলের সদস্যরা শহীদ মিনার বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাতে শ্রদ্ধা নিবেদন করেন।

কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি আমীরুল ইসলাম বাবু বলেন, প্রায় নয় বছর ধরে এই কলেজে পড়াশুনা করছি। সারা বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে উপজেলা পরিষদ অথবা গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হয়েছে। কলেজ ছাত্রলীগের একজন প্রতিনিধি হিসেবে কলেজ ইতিহাসে প্রথমবারের মতো আমি কলেজ ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজের কাছে গর্ববোধ করছি। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ ক্যাম্পাসে শহীদ মিনার থাকা উচিত। যাতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকলে শ্রদ্ধা নিবেদন করতে পারে।

একাদশ শ্রেনীর শিক্ষার্থী মৌমিতা আক্তার অনুভূতি প্রকাশ করে বলে, আমাদের কলেজ ক্যাম্পাসে এখন নিজস্ব শহীদ মিনার নির্মিত হয়েছে। অনেক সুন্দর শহীদ মিনারটিতে আমরা সকলে মিলে ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করেছি। এর আগে আমাদের অন্যত্র যেতে হতো। এখন থেকে আর বাইরে কোথাও যেতে হবে না।

কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা বলেন, কলেজ প্রতিষ্ঠার পর আমরা প্রথম বারের মতো নিজস্ব ক্যাম্পাসেই নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এটা এক অন্য ধরনের আনন্দ, অনুভূতি কাজ করছে। আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারবো বলে আশা করছি।

হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার বলেন, ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমাদের দীর্ঘপথ হেটে গোয়ালন্দ বাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হতো। জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে গোয়ালন্দ বাজার অথবা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শ্রদ্ধা জানাতে নানা বিড়ম্বনায় পড়তে হতো। এ বছর আর আমাদের বাইরে যেতে হয়নি। অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সকল শিক্ষক এবং শিক্ষার্থী স্বানন্দে নিজ ক্যাম্পাসে শ্রদ্ধা জানাতে পেরে নিজের কাছেই অনেক ভালো লাগছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার বলেন, ২০২৩ সালের ৮ আগষ্ট অধ্যক্ষ হিসেবে যোগদানকালে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারটি নির্মাণের শেষ পর্যায়ে দেখেছি। ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদ মিনারটি আলোকসজ্জা করা হয়। বুধবার সকালে ভাষা শহীদদের স্মরণে সালাম প্রদর্শন ও শ্রদ্ধা জানিয়েছি। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। দীর্ঘ ৩৭ বছর পর প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানোয় আমি অধ্যক্ষ হিসেবে করতে পেরে অনেক ভালো লাগছে। আগামীতে জাতীয় দিবস পালনে ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর