• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

রাজবাড়ীতে ওসির ওপর হামলার ঘটনায় দুইজন রিমান্ডে, ১জন কারাগারে

অনলাইন ডেস্ক

মইন মৃধা, রাজবাড়ীঃ থানায় ঢুকে ওসিকে বৈদ্যুতিক শকার মেশিন দিয়ে শক দেওয়ার ঘটনায় দুই আসামিকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেক আসামিকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন হোসেন তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিক্রির চর চাঁদপুর গ্রামের আজাদ শেখের ছেলে শফিকুল ইসলাম (২৪) ও একই গ্রামের আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫)। এদের দুইজনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অন্য আসামি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আক্কাস আলী মিয়াকে (৪৩) কারাগারে পাঠানো হয়। আক্কাস আলী রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এর আগে সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধানের ওপর হামলার ঘটনায় সদর থানার এসআই নীহারিকা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মোতালেব হোসেন।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার বিকালে ৯ জনের নামে রাজবাড়ী সদর থানায় একটি মারামারির জিডি করতে আসেন লিটন ও শফিকুল। ওই সময় থানায় ডিউটি অফিসার ছিলেন এসআই নীহারিকা। ৯ জনের নামে জিডির বিষয়টি এসআই নীহারিকার কাছে সন্দেহজনক মনে হয়। তখন এসআই নীহারিকা তাদের ওসির রুমে নিয়ে যান। তখন ওসি বিষয়টি খোঁজ নেওয়ার জন্য এক এসআইকে নির্দেশ দেন। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেন তাদের সঙ্গে ২-৩ জনের ঝামেলা হয়েছে। তখন ওসি ইফতেখারুল আলম প্রধান তাদের জেরা করতে শুরু করেন।

এ সময় লিটন অপর সহযোগী আক্কাসকে কল দিয়ে ফোন পকেটে রেখে দেন। বিষয়টি ওসি দেখে ফেললে তাদের পকেটে কী আছে এবং সেটা বের করতে বলেন। ওই সময় শফিকুলের শরীর তল্লাশি করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি মেশিন বের করা হয়। এতে শফিকুল ক্ষিপ্ত হয়ে এবং ওই মেশিন দিয়েই ওসির ওপর আক্রমণ চালান। এতে তার মুখের খানিকটা অংশ রক্তাত্ব জখম হয়। পরে পুলিশ শফিকুল ও তার অপর সহযোগী লিটন ও আক্কাসকে আটক করেন।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনাটি যে ঘটিয়েছেন সেই শফিকুলের সিডিএমএস যাচাই করে দেখা গেছে তার নামে মারামারির আরও একটি মামলা রয়েছে। তিনজনকে এ ঘটনায় আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর