Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

ফরিদপুরে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ভূট্টা উৎপাদনে কৃষক সমাবেশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় ও কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর এর সহযোগিতায় আর্ন্তজাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট-ফরিদপুরের উদ্যোগে মঙ্গলবার (২৮ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ভূট্টা উৎপাদনের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় ও অর্থ সাশ্রয়ী বীজ বপন যন্ত্রের মাধ্যমে সারিতে ভূট্টা উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে কৃষক সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন সিমিট-বাংলাদেশ, ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী কৃষিবিদ মো. জাকারিয়া হাসান।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. হারুনুর রশীদ।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, ফরিদপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ সেলিম আহমেদ, ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাসান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোঃ হারুনুর রশীদ, কৃষি যান্ত্রীকিকরনে সিমিটের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, যান্ত্রীকিকরন ছাড়া কৃষিকে এগিয়ে নেওয়া যাবে না। তিনি যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান। সমাবেশে সময় ও অর্থ সাশ্রয়ী বীজ বপন যন্ত্রের মাধ্যমে সারিতে ভূট্টা বপনের প্রযুক্তি সরেজমিনে উপস্থিত কৃষকদেরকে দেখানো হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। কৃষকগন কম খরচে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল চাষে আগ্রহী হন।

সমাবেশে শতাধিক কৃষক-কৃষানী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিমিট-বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া এবং শ্রমিক সংকটের কারনে সংরক্ষণশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারনে সিমিট-বাংলাদেশ ফরিদপুর অঞ্চলে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাথে সমন্বয় করে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। ফলে এলাকায় কৃষি যান্ত্রিকীকরণে অভূতপূর্ণ সাড়া পাওয়া গেছে কৃষকের মাঠ পর্যয়ে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের